মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ - ১২:২২
মুসলিম নারীদের ১০টি গুণাবলী অর্জন করা আবশ্যক

মরহুম আয়াতুল্লাহ লুতফুল্লাহ সাফী গোলপয়গানী (রহ.) বলেন, আদর্শ মুসলিম নারী হচ্ছেন তিনি যিনি সূরা আহযাবের ৩৫ নং আয়াতে বর্ণিত দশটি গুণে গুণান্বিত, পূর্ণ ইসলামী পর্দা ও শালীন পোশাক পরিধান করেন এবং এমন সব অনুষ্ঠান ও প্রতিযোগিতা থেকে বিরত থাকেন যেখানে অপরিচিত পুরুষদের দৃষ্টি বা কুদৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে। তিনি ইসলাম কর্তৃক নারীদের জন্য নির্ধারিত পবিত্রতা, সম্মান ও মর্যাদা রক্ষা করেন।

হাওজা নিউজ এজেন্সি: মরহুম আয়াতুল্লাহ সাফী গোলপায়েগানী (রহ.) হযরত ফাতিমা মাসুমা (সা.)-এর জন্মবার্ষিকী ও "জাতীয় কন্যা দিবস" উপলক্ষে আদর্শ মুসলিম নারীর বৈশিষ্ট্য নিয়ে একটি প্রবন্ধ রচনা করেন। তিনি লিখেন: 

“কুরআন-হাদীসের নির্দেশনা ও মুসলিম উম্মাহর ঐতিহ্য অনুযায়ী, আদর্শ মুসলিম নারী তিনিই যিনি: 

১. সূরা আহযাবের ৩৫ নং আয়াতে বর্ণিত দশটি গুণ অর্জন করেন 

২. পূর্ণ ইসলামী হিজাব ও শালীন পোশাক পরিধান করেন 

৩. এমন সব অনুষ্ঠান এড়িয়ে চলেন যেখানে অপরিচিত পুরুষের উপস্থিতি থাকে 

৪. ইসলাম কর্তৃক নারীদের জন্য নির্ধারিত পবিত্রতা ও মর্যাদা রক্ষা করেন।

“আর (প্রত্যাশিত ও সুন্দর) পরিণাম মুত্তাকীদের জন্যই!”
~ লুতফুল্লাহ সাফী

সূরা আহযাব (৩৩:৩৫) এ বর্ণিত একজন মুসলিম নারীর গুণাবলী:
(এ গুণগুলো নারী-পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য) 
✓ মুসলিম (আল্লাহর অনুগত) 
✓ মু'মিন (দৃঢ় বিশ্বাসী) 
✓ কানিয়াত (বিনয়ী) 
✓ সাদিকাত (সত্যবাদী) 
✓ সাবিরাত (ধৈর্যশীল) 
✓ খাশিয়াত (আল্লাহভীরু) 
✓ মুতাসাদ্দিকাত (দানশীল) 
✓ সাইমাত (রোজাদার) 
✓ হাফিজাতুল ফারজ (লজ্জাস্থানের হিফাজতকারী) 
✓ জাকিরাতুল্লাহ (আল্লাহকে অধিক স্মরণকারী) 

মূল বার্তা: ইসলাম নারীকে সম্মানের উচ্চাসনে অধিষ্ঠিত করেছে। পবিত্র জীবনযাপন, আত্মমর্যাদাবোধ ও শরীয়তের পূর্ণ অনুসরণের মাধ্যমে এই মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলিম নারীর কর্তব্য।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha